আজ প্রধানমন্ত্রীর উপহার ‘বাড়ি’ পাচ্ছেন সেই ভিক্ষুক

ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় ১০ হাজার টাকা দান করা শেরপুরের সেই বৃদ্ধ ভিক্ষুক নজিমুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বাড়ি পাচ্ছেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাড়িটি আজ রোববার (১৬ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় নাজিমুদ্দিনের কাছে হস্তান্তর করা হবে।
শেরপুর জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) তাকে হস্তান্তর করবেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব (এপিএস) আশরাফ সিদ্দিকী বিটু এ তথ্য জানান।
জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ জানান, ভিক্ষুক বৃদ্ধ নাজিমুদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেয়ার নির্দেশ এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সেই অনুযায়ী বাড়ির কাজ করা হয়েছে। রোববার ভিক্ষুক বৃদ্ধকে বাড়িটি বুঝিয়ে দেয়া হবে।
ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে নজিমুদ্দিন (৮০) ভিক্ষা করে সংসার চালান। বসতঘর মেরামত করার জন্য দুই বছর ধরে জমিয়েছিলেন ভিক্ষার ১০ হাজার টাকা। ওই টাকা তিনি কোভিড-১৯ মহামারিতে ঘরবন্দি কর্মহীন মানুষের জন্য দান করেন। টাকাটা তিনি ইউএনও রুবেল মাহমুদের কাছে ত্রাণ তহবিলের জন্য জমা দেন। নাজিমউদ্দিনের টাকা দেয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে বিষয়টি সারাদেশে আলোচনার জন্ম দেয়।
দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সরকার প্রধান ভিক্ষুকের এই দানকে সারা পৃথিবীতে একটি বিরল ঘটনা বলে মন্তব্য করেন। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নাজিম উদ্দিনকে খাসজমি বন্দোবস্তসহ বাড়ি করে দেয়ার নির্দেশ দেন। এরপরই নাজিমুদ্দিনের বাড়ির কাজ শুরু করা হয়।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ